ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

যুবদলের সাবেক সভাপতি নীরবের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
যুবদলের সাবেক সভাপতি নীরবের আগাম জামিন

ঢাকা: রাজধানীর কাফরুল থানায় পুলিশের দায়ের করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহের আগাম জামিন দেন।


ছয় সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন আইনজীবী নুরে আলম সিদ্দিকী (সোহাগ)।

আইনজীবীরা জানান, গত ২০ মে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় কাফরুল থানা পুলিশ গত ২১ মে ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ১৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।