ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি শওকত হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ২১, ২০২২
ফের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি শওকত হোসেন ফাইল ছবি

ঢাকা: প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে আবারও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেন।

মঙ্গলবার (২১ জুন) এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 
 
প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০ এর ধারা ৫ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাঁকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।  
 
এর আগে ২০২০ সালের ২৭ মার্চ দুই বছরের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন বিচারপতি মো. শওকত হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআইএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।