ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টা: ফার্মাসিস্ট কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টা: ফার্মাসিস্ট কারাগারে ইসমাইল হোসেন -ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সরকারি ইনজেকশন বাইরে বিক্রির চেষ্টার অভিযোগে ইসমাইল হোসেন (৩৪) নামের এক ফার্মাসিস্টকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন শাহবাগ থানা পুলিশ ইসমাইল হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিএমএম আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানান।
এর আগে সোমবার (২৭ জুন) হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে ইসমাইল হোসেনকে
আটক করে র‌্যাব। তার কাছ থেকে প্রায় ২০০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ড মাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

জানা যায়, ইসমাইলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। বাবার নাম আবদুল কুদ্দুস মোল্লা। ইসমাইল ঢামেক হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তিনি বহির্বিভাগের ঔষধাগারের ইনজেকশন বিভাগের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।