ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৪ তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগে সুপারিশের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
১৪ তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগে সুপারিশের নির্দেশ

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ নিবন্ধনধারীদের বেসরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা পৃথক তিনটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৯ জুন) রায় দেন বিচারপতি জনাবা কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পরিচালনা করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।

পরে অ্যাডভোকেট ফারুক হোসেন জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জনের দীর্ঘদিন পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। পরে নিবন্ধনধারীদের মধ্যে ৪৮৩ জন সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে তিনটি রিট দায়ের করেন। এসব রিটের চূড়ান্ত শুনানি শেষে তাদের নিয়োগে সুপারিশের জন্য নির্দেশনা দিয়ে এই রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।