ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় মামলা

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুরের নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হওয়ার ঘটনায় বাসচালকের নামে মামলা হয়েছে।

মাইক্রোবাসচালক গুরুতর অসুস্থ আছর উদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

শনিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন।  

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে মামলা গ্রহণের পরপরই আসামি ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বাসেরচালককে আটক করতে পারবো।

ওসি বলেন, সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নতুন শিকারপুর নামক স্থানে কুয়াকাটাগামী মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে সড়কের মধ্যে থেমে যায়। এ সময়ে ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি বাস সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

এর আগে ২৯ মে ভোরে উজিরপুর উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন গাছের সঙ্গে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পতিত হলে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি আইনের আওতায় নিয়ে আসতে পারেনি গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।