ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুর কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুরের বিরুদ্ধে মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
মেহেরপুর কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুরের বিরুদ্ধে মামলা চলবে

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ জুলাই) শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তৌফিক ইনাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তার বিরুদ্ধে অভিযোগ, জমি লিজ বাবদ ২০ হাজার এবং আম বাগানের ফল বিক্রয় বাবদ ৩১ হাজার টাকা কলেজর খাতে জমা না দিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন।  

এ মামলায় বিচারিক আদালত মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন তিনি। হাইকোর্ট শুনানি নিয়ে রুল জারি করে স্থগিতাদেশ দেন।

বুধবার হাইকোর্ট রুল খারিজ, স্থগিতাদেশ প্রত্যাহার করে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।