ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিগগিরই নতুন বিচারপতি নিয়োগে আভাস দিলেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
শিগগিরই নতুন বিচারপতি নিয়োগে আভাস দিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আশা করি আমরা কিছু দিনের মধ্যেই নতুন বিচারক পাবো। তখন হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা আরও বাড়বে।

বৃহস্পতিবার (২৮ জুলাই)  ঢাকার খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. এহিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি কেএম হাফিজুল আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নানা কারণে বর্তমানে বিচার ব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা বেড়েছে। আমাদের সচেতনতা, কর্মনিষ্ঠায় মামলা জট হ্রাস মেলে। হাজার হাজার বিচার প্রার্থী ন্যায় বিচার পেয়ে দ্রুত যাতে বাড়ি ফিরতে পারে সেটা ভাবতে হবে।

তিনি বলেন, মানুষ বিচারের আশায় আদালতে কত দিন ঘুরবে। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় যদি মানুষ বিচারের ওপর অনাস্থা প্রকাশ করে। তাহলে এটাকে কি অন্যায় বলা হবে?

হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, বেঞ্চ গঠন করতে গেলে আমাকে অনেক কিছু মনে রাখতে হয়। এখনও কজলিস্টে (মামলা তালিকায়) আশির দশকের, ৯০ দশকের মামলা তালিকায় আসে। দেখা যায় অনেক মামলা ৪০ বছর পর্যন্ত পেন্ডিং আছে।

নতুন বিচারক নিয়োগের বিষয়ে তিনি বলেন, কিছু দিনের ভেতরেই নতুন বিচারক পাবো বলে আশা করছি। তখন হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা আরও বাড়বে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যেভাবে বেঞ্চ গঠন করলে ভালো হয়, সেটাই করার চেষ্টা করি আমি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।