ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ

ঢাকা: তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএ’র প্রকাশিত গণবিজ্ঞপিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া।

এনটিআরসিএ’র পক্ষে ছিলেন  আইনজীবী কামরুজ্জামান ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

পরে ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) পদে বিভাগীয় প্রার্থী হিসেবে এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের আবেদন করার অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়ে ১০১ জন প্রার্থী রিট করেন।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। এই রুলের শুনানি শেষে সোমবার রায় দেন আদালত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এর সচিব এবং এনটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৪ জনকে এই আদেশ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।