ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

৬ মাসে সাড়ে ৭ লাখ মামলা, নিষ্পত্তি ৬ লাখ ৮৭ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
৬ মাসে সাড়ে ৭ লাখ মামলা, নিষ্পত্তি ৬ লাখ ৮৭ হাজার

ঢাকা: চলতি বছরের প্রথম ছয় মাসে মামলা দায়ের হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৪৭৬ টি মামলা। আর নিষ্পত্তি হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯৫২টি।

গত বছরের একই সময়ের চেয়ে ৩২ দশমিক ৪০ ভাগ বেশি নিষ্পত্তি হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, উচ্চ আদালতের বিচারপতিদের সভাপতিত্বে গঠিত আট বিভাগের জন্য নতুন মনিটরিং কমিটি গঠনের পর নিষ্পত্তির হার বেড়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন দিয়ে আটটি ‘মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন।

ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া এক তথ্যে বলা হয়, মনিটরিং কমিটি গঠিত হওয়ার পর কমিটির সভাপতিরা বিভিন্ন সময়ে দেশের ৮টি বিভাগের অধঃস্তন আদালতগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়। এরপর গত ছয় মাসের প্রতিবেদন তৈরি করা হয়।

যেখানে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, আট বিভাগে মামলা দায়ের হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৪৭৬টি। আর নিষ্পত্তি হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৫২টি। গড়ে নিষ্পত্তির হার ৯১ দশমিক ৯০ ভাগ।

আর ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দায়ের হয়েছে ছয় লাখ ৫৫ হাজার ৯৮১টি মামলা। নিষ্পত্তি হয়েছে তিন লাখ ৯০ হাজার ৩১১টি। গড়ে নিষ্পত্তি ৫৯ দশমিক ৫০ ভাগ।

সুপ্রিম কোর্ট প্রশাসান আরও জানায়, দুই বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান অনুযায়ী নতুন মনিটরিং কমিটি গঠিত হওয়ার পর বর্তমান কমিটির সভাপতিদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন, নিরবচ্ছিন্ন মনিটরিং এবং গতিশীল নেতৃত্বে ৩২ দশমিক ৪০ ভাগ মামলা নিষ্পত্তির হার বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।