ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সহিংসতার মামলায় সালথার আ.লীগ নেতা সাব্বির চৌধুরীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
সহিংসতার মামলায় সালথার আ.লীগ নেতা সাব্বির চৌধুরীর জামিন

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা ও থানা ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ সামাদ বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সালথায় করোনা মোকাবিলায় বিগত ২০২১ সা‌লের ৫ এপ্রিল তাণ্ডবের ঘটনায় সালথা উপ‌জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পু‌লিশ। এ মামলায় তিনি ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা,সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।