ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর ফাঁসির আদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর ফাঁসির আদেশ

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. সরোয়ার সেককে (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

এ মামলায় অভিযুক্ত শাশুড়ি ছাহেরা বেগম (৫৫) এবং মামা ওলিয়ার সেক (৬০) ও ওবায়দুল সেককে (৪৪) বেকসুর খালাস দেওয়া হয়।

জানা যায়, ২০১৭ সালের ৬ জুলাই স্ত্রী ফরিদা বেগমকে (১৯) তার স্বামী সরোয়ার সেক ও স্বামীর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এ ঘটনা সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়। সে মামলায় সরোয়ারকে এ সাজা দেওয়া হয় আর ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ না হওয়ায় শাশুড়ি এবং মামাদের বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।