ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিদেশ সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি মো. নূরুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
বিদেশ সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি মো. নূরুজ্জামান বিচারপতি মো. নূরুজ্জামান

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিকালীন প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান।

রোববার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২৮ আগস্টের প্রজ্ঞাপন অনুসারে  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুর সফরে থাকবেন। প্রধান বিচারপতির অনুপস্থিতিকালীন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।