ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দু’জনকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় দেন।  

এছাড়া একই মামলায় রনি মোল্লা নামে অভিযুক্ত একজনকে খালাস দেওয়া হয়েছে এবং মামলার তিনজন আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- মো. লালন আলী ও মো. আফতাব।  

মাদক মামলা সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালে ০৭ মার্চ রাজধানীর সুত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনজনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিন আসামিকে অভিযুক্ত করে ২০২১ সালের ০৬ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। যুক্তিতর্কের পর থেকে তারা পলাতক হন। তাই আদালত আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
কেআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।