ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

৬৮ বিএনপি নেতাকর্মীর হাইকোর্টে জামিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
৬৮ বিএনপি নেতাকর্মীর হাইকোর্টে জামিন 

ঢাকা: সেপ্টেম্বরের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের কর্মসূচিতে সংঘর্ষের মামলায় চার বিএনপি-যুবদল-ছাত্রদলের ৬৮ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, নুরে আলম সিদ্দিকী ও জুয়েল মুন্সী।  

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে রুহুল কুদ্দুস কাজল জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে।

এসব মামলায় ঠাকুরগাঁও, ফরিদপুর, সাতক্ষীরা ও ঝিনাইদহের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর মধ্যে ঠাকুরগাঁও এর ৩২ জন, ফরিদপুরের ২০ জন, সাতক্ষীরার ১৫ জন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।