ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিএনপির ৪০ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
বিএনপির ৪০ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

ঢাকা: শোক র‌্যালিসহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তিন জেলার বিএনপি-যুবদল-ছাত্রদলের ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন কায়সার কামাল, আব্দুল জাব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মনিরুজ্জামান আসাদ, গাজী তৌহিদ মোহাম্মদ আলী, মাকুসদ উল্লাহ, রোকন উজ জামান সুজা, এম ফজলুল করিম মন্ডল ও মতিউর রহমান।

৪০ জনের মধ্যে গাজীপুরের ২৮ জন, মুন্সিগঞ্জের ৭ জন ও রাঙ্গামাটির ৫ জন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সেক্রেটারী শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।