ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে মাদক মামলায় নারীর ৬ বছরের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
মেহেরপুরে মাদক মামলায় নারীর ৬ বছরের সাজা

মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে আমাতুন নেছা (৪৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আমাতুন নেছা গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুর রশিদ এর স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৭ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টিম খবর পেয়ে কাজীপুর কাছারিপাড়া এলাকায় আমাতুন নেছার বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আমাতুন নেছা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার জি আর কেস নম্বর ১৬৩/২০১৪। সেশন কেস নম্বর ১৬/২০১৫। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। দোষ প্রমাণিত হওয়ায় আদালত ওই নারীকে এ সাজা দেন।  

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি কাজি শহীদুল হক ও আসামিপক্ষে ছিলেন কৌঁসুলি এ কে এম শফিকুল আলম।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।