ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরের বরকত-রুবেলের স্ত্রীদের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ফরিদপুরের বরকত-রুবেলের স্ত্রীদের হাইকোর্টে জামিন

ঢাকা: দুই হাজার কোটি টাকার অর্থ পাচার মামলায় গ্রেফতার ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের ১২টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় তাদের স্ত্রীদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন।

এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

জামিনপ্রাপ্ত দুজন হলেন—সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন  ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার বাদী হয়ে বাসগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নাশকতা উল্লেখ করে ১২ মার্চ রাতে মামলা করেন। বাসগুলো দুই ভাইয়ের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের। এগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জব্দকৃত হিসেবে ফরিদপুর জেলা পুলিশের জিম্মায় ছিল।

অর্থ পাচার মামলার আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে জব্দ করেছিল সিআইডি ঢাকা। বাসগুলো ফরিদপুর শহরের গোয়ালচামটে ওজোপডিকো কার্যালয়ের সামনে রাখা হয়। বাসগুলোর মধ্যে ১০টি শেড দিয়ে ঘেরা ছিল এবং ১২টি ওই জায়গার পাশে নিচু জমিতে রাখা ছিল। ১১ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে ১২টি বাসের ১টিতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন অন্য বাসে ছড়িয়ে পড়ে।

বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রুবেল ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি।

২০২০ সালের ১৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ মে মামলা করেন সুবল সাহা। এ ঘটনার জেরে ২০২০ সালের ৭ জুন পুলিশের বিশেষ অভিযানে বরকত-রুবেলকে গ্রেফতার করে পুলিশ। ২৬ জুন বরকত-রুবেলের নামে ঢাকার কাফরুল থানায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি ঢাকা। এরপর থেকে তারা কারাবন্দি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।