ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

পশ্চিমবঙ্গের আইন বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান বিচারপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
পশ্চিমবঙ্গের আইন বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান বিচারপতি 

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ‘দ্যা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের’ ১৪তম সমাবর্তনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি উদয় উমেস লালিত ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এসময় প্রধান বিচারপতির সঙ্গে ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্য সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কলকাতায় বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধুর ২৪ নম্বর রুমে’ যান।  

সেখানে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
ইএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।