ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

কালীগঞ্জে আত্মহত্যায় প্ররোচণা, যুবকের ৭ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
কালীগঞ্জে আত্মহত্যায় প্ররোচণা, যুবকের ৭ বছরের জেল

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক মাদরাসাছাত্রীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলায় তাহাবুর রহমান নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।  

মামলার বিবরণে জানা যায়, কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামের মাদরাসাছাত্রী শিরিনা খাতুনকে উত্ত্যক্ত করতেন একই গ্রামের তাহাবুর রহমান। ২০০৭ সালের পহেলা আগস্ট বাড়ির পাশের নদীতে গোসল করতে যাওয়ার সময় মেয়েটিকে লাঞ্ছিত করেন তিনি। এ অপমান সইতে না পেরে পরের দিন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে শিরিনা। এ ঘটনায় ওই বছরের ১৯ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তাহাবুর রহমানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন শিরিনার বাবা আখের আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত মঙ্গলবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।