ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপির ৫০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপির ৫০ জনের নামে মামলা

ঢাকা: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে উল্লেখ করে মামলায় দলটির অজ্ঞাতনামা ৪০-৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, তার গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়। তাই বিএনপির ৪০-৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করে মামলাটি করা হয়েছে।

রাতে ওসি বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে পল্টনে হামলার শিকার হন সাবেক বিচারপতি মানিক। বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।