ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাবনার চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তার করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম সাইফুল ইসলাম।  

৫৯ লাখ ৯৪ হাজার ২৮১ টাকা মূল্যমানের স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৬৪ লাখ ২০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১১ এপ্রিল পাবনার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।