ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

যশোরের এস এ এফ ট্যানারির কার্যক্রম বন্ধের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
যশোরের এস এ এফ ট্যানারির কার্যক্রম বন্ধের নির্দেশ 

ঢাকা: পরিবেশগত ছাড়পত্র না নেওয়া পর্যন্ত যশোরের অভয়নগরের নওয়াপাড়ার তালতলায় ভৈরব নদীর পাড়ে থাকা এস এ এফ ট্যানারির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

পরিবেশ আইনজীবী সমিতি বেলার জনস্বার্থের রিটে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল হক বান্না।  

বেলা জানায়,পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার তালতলায় ভৈরব নদীর তীরে অবস্থিত এস এ এফ ট্যানারির নামক পরিবেশ দূষণকারী ট্যানারির সকল কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি করতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, একই দপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তর (খুলনা বিভাগ) ও উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তরকে (যশোর জেলা কার্যালয়) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এস এ এফ ট্যানারিটি ১৯৮০ সাল থেকে আইনের বাধ্যতামূলক পরিবেশগত ছাড়পত্র, ইটিপি এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চালু রয়েছে। এ প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি ভৈরব নদীতে ফেলা হয়।  

একাধিকবার সতর্ক ও জরিমানা করা সত্ত্বেও আইন অমান্য করে দূষণ কার্যক্রম চালু রাখায় ২০১৮ সালে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে বেলা। পরে হাইকোর্ট রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১০,২০২২
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।