ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতে, দিনের শুরুতেই আদা চা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
শীতে, দিনের শুরুতেই আদা চা দিনের শুরুতেই আদা চা

শীতের সময়টা অনেকেরই কাটে ঠাণ্ডা-জ্বর-কাশি-নাক বন্ধ, শরীরের বিভিন্ন অংশে ব্যথা এসব সমস্যার মধ্য দিয়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে খুব বেশি কিছু করতে হবে না।

শুধু সকালে এক কাপ আদা চা-ই যথেষ্ট।

কারণ:  

•    আদাতে উচ্চমাত্রায় ভিটামিন সি, ম্যাগনেশিয়ামসহ আমাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো খনিজ উপাদান রয়েছে।  

•    শীতে অনেকরকম ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায় ফলে বৃদ্ধি পায় সংক্রামক রোগের আশঙ্কাও, সংক্রমণ ঠেকাতেও প্রতিদিন আদা চা 

•    বুকে কফ জমে কিংবা ঠান্ডা লেগে যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় তাদের জন্য প্রাকৃতিক ওষুধ হলো আদা চা।

•    কাশিতেও আদা চা খেয়ে বেশ উপকার পাওয়া যায়।  

•    আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস থাকে, ফলে হার্টের রোগ, আ্যালঝাইমার্স প্রতিরোধ করে 

•    আদার উপাদানসমূহ খুব দ্রুত ব্যথা কমিয়ে থাকে এবং দেহে যেকোনো প্রকার ইনফেকশন দূর করে

•    শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আদার জুড়ি মেলা ভার।

•    আদার রস ধমনিতে চর্বি জমতে বাধা দেয়। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে।

শীতের সব ধরনের অসুখকে দূরে রাখতে প্রতিদিন পান করুন আদা চা।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।