ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মিরপুর ১০-এ ব্লু ড্রিমের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মিরপুর ১০-এ ব্লু ড্রিমের যাত্রা শুরু

আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম। আধুনিক ও নজরকাড়া ডিজাইনের পোশাক তৈরি করে ফ্যাশন সচেতনদের কাছে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে মিরপুর ১০ নম্বর সংলগ্ন এলাকায় ব্লু ড্রিমের নতুন আউটলেট উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ, সিআইডি বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম, ইউটিউবার আফ্রিদি, সাদাত রহমান ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ বিজয়ী, মুফতি মিজানুর রহমান (বায়তুল মুকাররম মসজিদের খতিব) ও কণ্ঠ শিল্পী সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ব্লু ড্রিম গ্রুপ ছয়টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন, ডেভলপারসহ বেশকিছু ব্যবসা আছে আমাদের। সারা দেশে ৭৫০টি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। আমরা সামনে আরও কিছু আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।