ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গর্ভাবস্থায় ভ্রমণ কতটা নিরাপদ?  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
গর্ভাবস্থায় ভ্রমণ কতটা নিরাপদ?  

গর্ভাবস্থায় অনেকেই কোথাও যেতে চান না। প্রায় পুরো বছর ধরে দূরে কোথাও যাওয়াকে এ সময় গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন।

তবে বিশেষজ্ঞরা বলেন, গর্ভাবস্থায় ভ্রমণে কোনো বাধা নেই। তবে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে।  

জেনে নিন গর্ভাবস্থায় ভ্রমণে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে 

•    গর্ভাবস্থার প্রথম তিন মাসে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে এ সময় দীর্ঘ ভ্রমণ না করাই ভালো 
•    রাস্তায় যদি কোথাও যেতে হয় অবশ্যই ঝাঁকুনি হয় এমন রাস্তায় যাওয়া যাবে না
•    দূরে যেতে হলে একা না গিয়ে সঙ্গে কাউকে নিন
•    পেটের ওপরে সিট বেল্ট লাগানো উচিত নয়। এতে অতিরিক্ত চাপের সৃষ্টি হতে পারে
•    ঘরে তৈরি হাল্কা খাবার সঙ্গে রাখুন 
•    দীর্ঘ সময়ের যাত্রায় মাঝে মাঝেই বিরতি নিয়ে নিন
•    অনেক দেশে পর্যটকদের জন্য বিশেষ কিছু টিকার উল্লেখ থাকে।  সেই সব দেশে যাওয়ার আগে টিকাগুলো নিয়ে নিতে হবে
•    খুব গরম বা অনেক ঠাণ্ডায়, প্রচণ্ড ভিড়ের জায়গাগুলোতে ভ্রমণের সময় নিতে হবে বাড়তি সতর্কতা  
•    ভারি ব্যাগ বহন করা যাবে না
•    কয়েক দিনের জন্য যদি কোথাও যেতে হয় তবে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

এছাড়া গর্ভাবস্থার ৩২সপ্তাহ পার হয়ে গেলে প্লেন ভ্রমণের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের ভ্রমণের জন্য ফিটনেসের অনুমতিপত্র নিয়ে আসতে হয় বলে বাংলানিউকে জানান নভোএয়ারের সেলস্ অ্যান্ড মার্কেটিং হেড মেজবাউল ইসলাম।  

গর্ভাবস্থায় ওপরের বিষয়গুলো মেনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরুন, কোথাও ঘুরে এলে শরীর মন দুই-ই ভালো থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।