ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সন্দেহ থাকলে মিলিয়ে নিন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
সন্দেহ থাকলে মিলিয়ে নিন 

জীবনের এই বন্ধুর পথে, বন্ধুহীন হয়ে চলা সত্যিই কঠিন। তবে অবশ্যই ভেঙে পড়লে চলবে না।

মনে রাখতে হবে, এগিয়ে যাওয়ার জন্য মনস্থির করতে হবে এবং পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে।
 
আমরা যেভাবে চাই সব সময় তেমনই পাব এটা আশা করা ঠিক নয়। জটিল কোনো পরিস্থিতিতেও শান্ত থাকতে হবে।  

সঙ্গীর আচরণে কষ্ট পেলে, তার সঙ্গে মুখে মুখে ঝগড়া শুরু করা ঠিক কাজ নয়। সময় নিন, দেখুন তিনি আসলে কী করতে চান। তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন।  

যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, সেই প্রিয় মানুষটি আসলে আপনাকে সত্যিকারে ভালোবাসেন কি না, জেনে নিতে পারেন আপনার প্রতি তার কিছু আচরণের মাধ্যমে।  

বিশেষজ্ঞরা বলেন-
•আপনি যখন কথা বলেন, আপনার সঙ্গী তখন আগ্রহ নিয়ে চোখের দিকে তাকিয়ে থাকবেন
•সে আপনার সম্পর্কে জানতে চাইবে
•ভালোলাগার অনুভূতিগুলো শেয়ার করবে 
•দুঃসময়েও তাকে পাশে পাবেন
•তার সামর্থ অনুযায়ী আপনার পছন্দের উপহার দেবেন  
• আপনার ভালো থাকাই হবে সঙ্গীর চাওয়া
•আপনাকে হাসি আর আনন্দে ভরিয়ে তুলতে সব সময় চেষ্টা থাকবে তার 
•জীবনসঙ্গীর পাশাপাশি হবে প্রিয় বন্ধুও
•আপনার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে সে 
•ভালোবাসা শুধু মনে থাকলেই চলবে না। ভালোবাসার প্রকাশও থাকবে, যা নিয়ে যাবে আপনাকে সুখের রাজ্যে।

মনে রাখবেন, ভালোবাসা একতরফা হয় না। দুজনকেই হতে হবে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। কমিটমেন্ট থাকবে, তা রক্ষাও করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।