ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঝড়ের সময় নিরাপদে থাকতে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ঝড়ের সময় নিরাপদে থাকতে 

ঝড়ের ভয়াবহতা ও দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে
•    ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে জানমালের ক্ষতি হতে পারে
•    নিরাপদ আশ্রয়ে যেতে হবে 
•    বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল) রাখবেন না 
•    মোবাইল ফোন বন্ধ রাখুন
•    বাড়িতে থাকলেও জানালার গ্রিল থেকে দূরে থাকতে হবে
•    বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন।

এ সময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না।  
•    বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে।

এছাড়াও কম্পিউটার, টিভি-ফ্রিজ বন্ধ রাখুন ও স্পর্শ করবেন না।  

বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে আর কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঝুঁকিও থেকে যায়, সতর্ক থাকুন।  

বজ্রপাতের সময় গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা যাবে না। গাড়ির কাচেও হাত দেবেন না।  

সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কেউ যদি বজ্রপাতে আহত হয় তবে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দ্রুত সেবা পেতে ৯৯৯-এ ফোন করতে পারেন।   

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।