ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বৃষ্টি: গাড়ি চালানোর সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বৃষ্টি: গাড়ি চালানোর সতর্কতা

বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টিতে অনেক রাস্তায় পানি জমে যায়, চলাচল করাই অনেক কঠিন। এ সময় রাস্তায় গাড়ি নিয়ে বের হলে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:

•    হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন
•    ভেজা জুতা পরে গাড়ি চালাবেন না
•    অন্য গাড়ি ও পথচারীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন
 •    গাড়ির সামনের কাঁচের পানি মোছার জন্য ওয়াইপার চালু রাখুন 
•    হেডলাইট জ্বালিয়ে রাখুন
•    গাড়ির স্পিড কম রাখুন।


 না হলে ভেজা রাস্তায় গাড়ি থামাতে অতিরিক্ত সময় লেগে যায়।
•    ব্রেক নিতে হলে ধীরে ব্রেক নিন  
•    এরপর আবারো চালাতে শুরু করুন
•    যদি হঠাৎ করে গাড়ির চাকা পিছলে যায়, আস্তে এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন
•    যদি অতিবৃষ্টিতে আপনার সামনের রাস্তা বা যানবাহন দেখতে সমস্যা হয়, তবে কিছুক্ষণের জন্য গাড়িটিকে নিরাপদে রাস্তার এক পাশে এনে দাঁড় করান।
•    যেসব রাস্তা পানিতে একেবারেই ডুবে গিয়েছে সেগুলোতে গাড়ি সাবধানে চালান
•    রাস্তার মাঝ বরাবর গাড়ি চালান।  
•    দু'ধারের তুলনায় মাঝে কম পানি জমে
•    গাড়ি চালানোর সময় অবশ্যই সিটবেল্ট বেঁধে রাখুন 
•    আর এ সময় ফোনেও কথা বলা যাবে না
•    খুব জরুরি না হলে গাড়ি নিয়ে না বের হওয়াই ভালো।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসআইএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।