ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাজলরাঙা আঁখি!

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
কাজলরাঙা আঁখি! কাজল

ঘরের বাইরে যাওয়ার আগে অনেক নারী মেকআপ করে থাকেন। মেকআপ করা প্রায় প্রতিটি নারীর শখ।

এটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর চোখে কাজল লাগানো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই কাজল লাগানোর ফলে চোখ সাধারণত খুব সুন্দর ও বড় দেখায়।

ঘর থেকে বেরোনোর সময় সাজগোজের করার সময় থাকে না অনেকের কাছেই। তখন চোখে একটু কাজল লাগিয়েই সেজে নেন অনেক নারী। কিন্তু কাজল লাগানোর সময় অনেকেই কিছু ভুল করেন। আর তার জেরে হয়তো চোখের কাজল ঘেঁটে যায়। তাই চোখে কাজল লাগানোর সময় কী কী ভুল এড়িয়ে চলবেন।

প্রথমে আপনার চোখের রং বুঝে সেই অনুযায়ী সঠিক শেড ও ফর্মুলা বেছে নিন।

মার্কেটগুলোতে বিভিন্ন ধরনের কাজল পাওয়া যায়। এতে রাসায়নিকের পরিমাণ বেশি হতে পারে। যা আপনার দুচোখে অ্যালার্জি হতে পারে। এজন্য বাড়িতে কাজল বানিয়ে নিতে পারেন। সেটা ব্যবহার করা বেশি ভালো হবে। কারণ এতে শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে না।

কাজল লাগানোর সময় বার বার চোখ খেলা ও বন্ধ করবেন না। এমনটা করলে পানি পড়ে কাজল ঘেঁটে যাবে।

এখন তো চলছে চৈত্রমাস। ঘরের বাইরে বেরোলে যারা বেশি ঘামেন, তারা কাজল লাগানোর পর সামান্য পাউডার লাগিয়ে নেবেন। এতে ঘামের কারণে কাজল ঘেঁটে যাবে না। বৃষ্টি থাকলে ওয়াটার প্রুফ কাজল লাগান।

চোখে গ্লিটারি বা শিমারি কাজল ব্যবহার করবেন না। এগুলো খুবই ক্ষতিকারক।  

মার্কেট থেকে ভালো মানের প্রোডাক্ট বেছে নেবেন। নাহলে চোখে সংক্রমণ হতে পারে। কালোর পরিবর্তে ব্রাউন বা লাইট ব্রাউন শেড বেছে নিতে পারেন। এ ধরনের কাজল পরলে আপনার চোখ বড় দেখাবে।

চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন কাজল:

যা লাগবে:

একটি প্রদীপ
দুটি ছোট স্টিলের বাটি ও একটি স্টিলের প্লেট
কয়েকটি আমন্ড বাদাম
কয়েক ফোঁটা আমন্ড তেল 
কাজল রাখার জন্য ছোট্ট কাঁসা, পিতল বা রূপার কাজলদানী
ঘি।  

বানানোর পদ্ধতি: 

প্রদীপটা ঘি দিয়ে জ্বালিয়ে নিন। প্রদীপের দু’পাশে দুটি স্টিলের বাটি রাখুন, তার ওপর প্লেটটা বসিয়ে দিন। এমনভাবে প্লেটটি বসাতে হবে যেন তার নিচে প্রদীপের শিখাটি স্পর্শ করে। যেখানে শিখা স্পর্শ করছে, ঠিক তার ওপরে একটি আমন্ড রাখুন। বাদামের প্রতিটি পিঠ দেড়-দুই মিনিট প্রদীপের তাপ দিন, তাতে বাদাম পুড়ে ছাই হয়ে যাবে। সব বাদাম এইভাবে পুড়িয়ে ছাই বানিয়ে নিন। তারপর তা পাত্রে সংগ্রহ করে নিয়ে কয়েক ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিলেই তৈরি আপনার কাজল। পরার সময় আপনার পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিন। এই কাজলের রং অনেক গাঢ় হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬ , ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।