ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যেভাবে দূর হবে ত্বকের লালচে র‌্যাশ  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
যেভাবে দূর হবে ত্বকের লালচে র‌্যাশ  

রাতারাতি ত্বকে ছোট লালচে র‌্যাশ হয়েছে, পুরো মুখে ছড়িয়ে পড়েছে এই বিরক্তিকর র‌্যাশগুলো। এগুলো বেরনোর অনেকগুলো কারণ থাকতে পারে।

এর মধ্যে রয়েছে

•    নতুন কেনা কসমেটিক্স ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বা কাজল ব্যবহার করছেন, যা আপনার ত্বকে সহ্য হচ্ছে না। এমন মনে হলে সেই প্রসাধনী ব্যবহার করা বন্ধ করে দিন

•    শরীরের তাপমাত্রা বেড়েও মুখে র‌্যাশ বেরোতে পারে।

এমন সমস্যায় আদা, গোলমরিচ, কাঁচা হলুদ, দারুচিনি আর মেথি খুব ভালো করে ফুটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। তারপর একটু ঠান্ডা করে লেবুর রস মিশিয়ে পান করুন

•    বাজারের কেনা সুগন্ধি ক্রিম, ময়েশ্চারাইজার বা সাবানের পরিবর্তে প্রাকৃতিক পণ্যের ব্যবহার করুন। যেমন সাবানের বদলে ব্যবহার করুন বেসন। আর ময়েশ্চারাইজার হিসেবে কোল্ড নারকেল তেল বেছে নিতে পারেন 

•    চুল রং করার ডাইও থেকেও র‌্যাশ হওয়ার আশঙ্কা থেকে যায়। হেয়ার ডাই ব্যবহারের আগে অবশ্যই একবার হাতে অল্প লাগিয়ে টেস্ট করে নিন 

•    খুশকি বা ইনফেকশন থেকেও হতে পারে এমন

•    বিভিন্ন খাবার থেকেও হতে পারে স্কিনের অ্যালজি। কিছু খাওয়ার পরেই যদি র‌্যাশ বের হয়, তবে সেগুলো খাওয়া কমিয়ে দিন।  

•    এছাড়াও র্যাশ হলে অ্যালোভেরা জেল মেখে আধা ঘণ্টা রেখে ধুয়ে নিন 

•    ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে নারকেল তেল মেখে নিন 

•    চন্দনের প্যাক ব্যবহারেও উপকার পাওয়া যায় 

•    ইনফেকশন কমাতে নিমপাতা বাটা ব্যবহার করুন 

•    নানা সমস্যা দূর করতে ভিটামিন সি সমৃদ্ধ লেবু-আমলকী নিয়মিত খান 

•    ত্বকে যদি প্রায়ই এমন হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিন।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।