ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

কন্টাক্ট লেন্স পরার সময় বিপদ এড়াতে সাবধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২৪
কন্টাক্ট লেন্স পরার সময় বিপদ এড়াতে সাবধান ছবি: সংগৃহীত

নারীদের সাজসজ্জায় এখন কন্টাক্ট লেন্স বেশি ট্রেন্ডিং চলছে। অনেকে আবার চশমার পরিবর্তে নয়, চোখের মণির রং নিয়েও পরীক্ষা করতে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন।

কালার কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখের সৌন্দর্য আলাদা হয়ে যায়। তবে কালার বা রেগুলার লেন্স ব্যবহার করলেও এর রয়েছে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া। কন্টাক্ট লেন্স পরার সময় বিপদ এড়াতে কিছু সাবধান-

লেন্স পরার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। হাত ধুয়ে তোয়ালেতে হাত না মুছে কোনো মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।

পার্টির আনন্দে মত্ত হয়ে ভুলেও লেন্স পরে ঘুমাতে যাবেন না। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
লেন্স পরে মেকআপ ভুলেও করবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময়ে তাতে কাজল বা মাস্কারা লেগে যেতে পারে। এমন ঘটলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমনকি সংক্রমণও হতে পারে।

তিন মাস অন্তর কন্টাক্ট লেন্স রাখার পাত্রটি বদলে ফেলুন। লেন্স সব সময়ে স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

মেয়াদ শেষ হয়ে গেলে সেই কন্টাক্ট লেন্স যত দামিই হোক না কেন ভুলেও ব্যবহার করবেন না।

চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে ব্যবহারবিধি মেনে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্সজনিত চোখের সমস্যা এড়ানো যায়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ২৬. ২০২৬
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।