ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

ঢাকা: যাত্রা শুরু করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’।  

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল হোটেলে ঝলমলে আয়োজনে সংগঠনটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং নারী বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাজিয়া হক কনক। তিনি সংগঠনের পরিচয় তুলে ধরেন।  

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম বাংলাদেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কীভাবে সংগঠনের সদস্য নির্বাচন করা হবে এবং কারা সদস্য হতে পারবেন তা তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ।  

সংগঠনের সভাপতি মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, ‘দেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের অপার সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে দক্ষ মানবসম্পদ প্রস্তুত করা হবে। এ শিল্পে যারা শ্রম দিচ্ছে তাদের শ্রমের যথাযথ মূল্যায়নসহ স্থায়ী আর্থিক সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। ’ 

সঠিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী শিক্ষিত ও মেধাবী তরুণদের এ সেক্টরের প্রতি আগ্রহী করে তোলার জোর দেন তিনি।  

বিভিন্ন ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফি কোম্পানির উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।