নানা রঙের খাদি পোশাক নিয়ে অন্যমেলা আয়োজন করেছে খাদি উৎসব। উৎসবের প্রথম দিনে তারা শীতের পিঠা এবং বাউল গানের আয়োজন করেছে।
খাদি পোশাকের জন্য উপযুক্ত সময় হলো শীত মৌসুম। তাই শীত উপলক্ষে তারা খাদির কাপড়ের বেশ কিছু নতুন পোশাকের নকশা এনেছেন। পোশাকের মধ্যে আছে সালোয়ার কামিজ, ছেলে-মেয়েদের ফতুয়া, শর্ট ও লং পাঞ্জাবি। নকশাতে ব্যাবহার করা হয়েছে হাতের কাজ, ব্লক, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট এবং কারচুপি।
খাদির কাপড় ছাড়াও প্রদর্শনীতে আছে, মসলিন, হাফসিল্ক ও সুতির নানা রকমের শাড়ি। সালোয়ার-কামিজের দাম পড়বে ১১৪৫-১৩৮৫ টাকা, ফতুয়া ৪৪৫- ৫৮৫ টাকা, শর্ট পাঞ্জাবি পাওয়া যাবে ৬৪৫ টাকায়।
বাংলাদেশ সময় ১৮৫০, জানুয়ারি ১৯, ২০১১