উন্নত চিকিৎসার জন্য নজরুল সঙ্গীতের কিংবদন্তি ফিরোজা বেগমকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। ৯ জুলাই রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলে শাফিন আহমেদ ও হামিন আহমেদ মায়ের সঙ্গে সিঙ্গাপুর গেছেন।
এর আগে গত ২৬ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে। কিন্তু সেখানে অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এখন তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময় ২১০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০