ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আসিফের উপস্থাপনায় সৈয়দ আব্দুল হাদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

এই প্রজন্মের গায়ক আসিফ এবার মুখোমুখি হচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর। ঈদে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠান ‘বিনি সুতার মালা’-তে তাদের  মুখোমুখি দেখা যাবে।



আসিফ ছোটবেলা থেকেই সৈয়দ আব্দুল হাদীর গানের অন্ধ ভক্ত। সব সময় সৈয়দ আব্দুল হাদীর দরাজ কণ্ঠটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেন। গাইতে চেষ্টা করতেন তার মত করে। এখন আসিফও শিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত। এই প্রজন্মের আসিফ ত্রস্ত কণ্ঠে সুপ্রিয় আব্দুল হাদীকে অনুরোধ করলেন, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’Ñশিরোনামের সেই বিখ্যাত গানটা গাওয়ার জন্য। হাদী আসিফের ভয় ভাঙিয়ে দিয়ে উল্টো শুরুটা করতে বললেন তাকেই। আসিফও গলায় বসে যাওয়া গানটা আবার গাইলেন। গাইলেন সেই শিল্পীরই সামনে। যাকে তিনি এতোদিন ধরে কণ্ঠে ধারণ করেছেন। তাঁরা দুজনই সমস্বরে গাইলেনÑ‘জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতোকাল বলো সইবোÑএবার আদেশ করো, তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলবো...’।

গানটার রেশ কাটতে না কাটতেই আব্দুল হাদী আসিফের প্রতি অভিযোগের সুরে একটা অনুযোগের কথা বললেন। তিনি বললেন, তুমি তোমার কণ্ঠের প্রতি সুবিচার করোনি। তোমার এভাবে গান বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি। আসিফ খানিকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কথা দিলেন তিনি আবারও গানে ফিরে আসবেন। তবে কিছু অনিয়মের সমাধান মিললেই।   তার কণ্ঠেও ফুটে উঠলো কিছু অভিমানের সুর।

অতিথির আসনে বসা বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী আর উপস্থাপক আসিফের এমন অনেক প্রসঙ্গ উঠে এসেছে বাংলাভিশনের জন্য নির্মিত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘বিনি সুতার মালা’-য়। রেজা ইসলামের প্রযোজনায় ‘বিনি সুতার মালা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩০, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।