ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভারতের গোয়ায় ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

ভারতের দ্বীপরাজ্য গোয়ার পানাজিতে  ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।



ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে,  ভারতীয় প্যানোরামায় ২৬টি ফিচার এবং ২১টি নন-ফিচারসহ বিদেশি ভাষার চলচ্চিত্র নিয়ে মোট ৮৯টি চলচ্চিত্র এবার প্রর্দশিত হবে।

ভারতের তথা এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিআই) ও ওড়িয়া ভাষায় চলচ্চিত্র নির্মাণের এ বছরটি সুবর্ণজয়ন্তি। এ উপলক্ষে উৎসবে এফটিআইর নির্মিত ৫টি ফিচার ও ৫টি ওড়িয়া ভাষার নন-ফিচার চলচ্চিত্র প্রর্দশিত হবে।

এবারের চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ বাংলার বাউল সম্রাট লালন ফকিরকে নিয়ে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত গৌতম ঘোষের চিত্ররূপ ‘মনের মানুষ’। ভারতীয় প্যানোরামা বিভাগে এটি প্রদর্শিত হবে।

উৎসবে এবার আরও একটি আকর্ষণ হচ্ছে বলিউড অভিনেতা বোমান ইরানি।   ‘ভারতীয় চলচ্চিত্রে হাস্যরসের বির্বতন’ নামক একটি আলোচনা সভায় তিনি বিশেষ বক্তৃতা করবেন।

ভারতীয় প্যানোরামা বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে অনন্ত মহাদেবনের মারাঠি ছবি ‘মি সিন্ধু তাই সবকল’। নন-ফিচার বিভাগের প্রদর্শনী শুরু হবে ‘লিভিং হোম’ নামে একটি ছবি দিয়ে।

উৎসবে এবার বিখ্যাত ভারতীয় পরিচালক ভি কে মুর্তি ও রামানাইডুর ছবি প্রর্দশিত হবে মাস্টার্স স্ট্রোক বিভাগে। সেই সঙ্গে সম্মান জানিয়ে দেখানো হবে অশোককুমার, মোতিলাল, বি আর পান্থলু, নাদিরা ও রাজা পরাঞ্জাপের ছবি।

উৎসবে এবার দুটি নতুন সম্মাননা সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর সম্মাননা দেওয়া হবে। প্রীতিশ নন্দীর নেতৃত্বে গোবিন্দ নিহালিনী, কিশোর দেশাই, এ কে বীর, কমল হাসান, শাবানা আজমি, করণ জোহর, প্রসূন, নন্দিতা দাস প্রমুখকে নিয়ে গঠিত এ কমিটি এদের নির্বাচিত করবেন।

সেরাদের দেওয়া হবে একটি রূপার ময়ূর, ১০ লাখ রুপি ও অভিনন্দন পত্র। এবার সব বিভাগ মিলিয়ে ৯০ লাখ রুপি মূল্যের অর্থ প্রদান করা হবে।

এ ছাড়া আরো থাকছে চলচ্চিত্র বিপণনের জন্য ফিল্ম বাজার। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চলচ্চিত্রে বিনিয়োগ নিয়ে বিশেষ কর্মসূচি নিচ্ছে এবারের উৎসবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২০, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।