ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

২৫০০ তম পর্বে এনটিভির ‘শুভসন্ধ্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন ‘শুভসন্ধ্যা’। অনুষ্ঠানটির ২৫০০তম পর্ব প্রচার হচ্ছে ২৫ নভেম্বর বৃহস্পতিবার।

অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে।

‘শুভসন্ধ্যা’ এনটিভির সমানবয়সী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ২০০৩ সালের ৪ জুলাই থেকে নিয়মিত প্রচার হয়ে আসছে। প্রতিদিনের ‘শুভসন্ধ্যা’ সাজানো হয় দেশের সংস্কৃতি অঙ্গনের আগাম খবরাখবর ও সময়সূচি নিয়ে ‘কাল সারাদিন’, মানবিক সাহায্যের আবেদন নিয়ে ‘হাত বাড়িয়ে দাও’, এনটিভির প্রতিদিনের প্রচারিতব্য অনুষ্ঠানের সময়সূচি নিয়ে ‘এনটিভি হাইলাইটস’ এবং দেশ-বিদেশের নবীন ও প্রবীণ সংস্কৃতি অঙ্গনের আলোকিত মানুষদের সঙ্গে আড্ডার পর্ব ‘কথোপকথন’। দেশের ও দেশের বাইরে যারা সংস্কৃতি অঙ্গনে ও অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অবদান রাখছেন তাদের অতিথি হিসেবে শুভসন্ধ্যার প্রতিপর্বে আমন্ত্রণ জানানো হয়।

২৫ নভেম্বর ‘শুভসন্ধ্যা’র ২৫০০তম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশ্বনন্দিত মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার গ্রন্থনা ও প্রযোজনায় ‘শুভসন্ধ্যা’ অনুষ্ঠানটি বর্তমানে উপস্থাপনা করছেন টিনা সালেম মঞ্জুর, আসমা জামান, তাওফিকা রহমান ও সাকিলা মতিন মৃদুলা। সহকারী প্রযোজক হিসেবে আছেন মৃণাল দত্ত ও রফিক সংক্ষেপ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০৫, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।