ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিল্পকলা ও ঢাবির নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগ ৩ থেকে ৬ ডিসেম্বর চার দিনব্যাপী যৌথ নাট্যোৎসবের আয়োজন করেছে। জাতীয় নাট্যশালার মূল হল এবং এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে এ উৎসব।

এখানে ঢাবির নাট্যকলা বিভাগের দুটি নাটকের চারটি প্রদর্শনী হবে।

উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আলী যাকের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবির প্রো-ভিসি হারুন অর রশিদ। ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান উদ্বোধনের পর ‘মধ্যমব্যায়োগ’ নাটকের মাধ্যমে শুরু হবে উৎসবের নাট্যপর্ব।

‘মধ্যমব্যায়োগ’ নাটকের নির্দেশনা দিয়েছেন ওয়াহিদা মল্লিক। প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্যের বিখ্যাত নাট্যকার ভাস রচনা করেন এ নাটক। নাটকটি ৩-৪ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে।

ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় ৫ এবং  ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে নাটক ‘সিদ্ধান্ত’। বের্টল্ট ব্রেখটের ‘দ্য মেজারস টেকেন’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন উৎপল দত্ত।

বাংলাদেশ স্থানীয় সময় ০০৪৫, ডিসেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।