৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবি ‘মনের মানুষ’। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ।
এদিকে প্রায় ৫৮ বছর পর দুই বাংলায় আবারও একসাথে একই দিনে চলচ্চিত্র মুক্তির আয়োজন চলছে। ৩ ডিসেম্বর ২০১০ থেকে চলচ্চিত্রটি একযোগে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, বলাকা, গ্যারিসন, অভিসার, খুলনার সঙ্গীতা, যশোরের মনিহার, বরিশালের অভিরুচি, দিনাজপুরের মডার্ন, সাভারের সেনা অডিটরিয়াম, পাবনার রূপকথা, নওঁগার তাজ ও ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।
একই দিন থেকে ভারতজুড়ে ছবিটি একযোগে মুক্তি পাচ্ছে প্রায় ১০০টি সিনেমা হলে।
বাংলালিংক নিবেদিত চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১৫০ মিনিট। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম, আশীর্বাদ চলচ্চিত্র এবং রোজ বেলী ফিল্মস।
বাংলাদেশ স্থানীয় সময় ০০৫৫, ডিসেম্বর ৩, ২০১০