ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে চ্যানেল আইতে বাংলা ডাবিংয়ে ‘স্লামডগ মিলেনিয়ার’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১

অস্কারজয়ী বিশ্বখ্যাত চলিচ্চত্র ‘স্লামডগ মিলেনিয়ার’। আসছে ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবার বাংলায় ডাবিং করে ছবিটি প্রদর্শন করা হবে চ্যানেল আইতে।

বাংলাদেশে এ ছবি পরিবেশন করছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

চ্যানেল আইতে বাংলায় ডার্বিংকৃত ভার্সনে ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের পরদিন সকাল ১১টায়। ছবিটি পরিচালনা করেছেন ডেনি বয়েল। এতে অভিনয় করেছেন দেব পায়েল, ফ্রিদা পিন্টু, অনিল কাপুর, ইরফান খান, সৌরভ শুক্লা প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। যার জন্য তিনি অর্জন করেছেন বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে সম্মানজনক অর্জন অস্কার।

২০০৮ সালে নির্মিত এ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে অস্কার অর্জন করে। ছবির কাহিনীকার সিমন বিউফয়। বিকাশ স্বরূপ-এর উপন্যাস ‘ও অ্যান্ড এ’ অবলম্বনে ফিল্ম ফোর’ এর ব্যানারে যুক্তরাজ্যের সিলাডর চলচ্চিত্র সংস্থার সহযোগিতায় নির্মিত হয় চলচ্চিত্রটি, যার কর্ণধার ক্রিশ্চিয়ান কোলসন। ছবিটির নির্বাহী প্রযোজক ফিল্ম ফোর-এর প্রধান টিসা রস এবং সিলাডর ফিল্ম-এর চেয়ারম্যান পল স্মিথ।

বাংলাদেশ সময় ১৯৪৮, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।