ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গিনেস বুকে নাম ওঠাতে চান ইভা রহমান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

একটি-দুটি করে ১৮টি একক অডিও-ভিডিও অ্যালবাম বের হয়েছে সঙ্গীতশিল্পী ইভা রহমানের। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর স্বপ্ন দেখছেন তিনি।

ওয়ার্ল্ড মিউজিকের সুপার স্টার রিকি মার্টিনকে পিছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়তে চান ইভা রহমান। এ জন্য বাকি আর মাত্র চারটি ধাপ। এই ধাপগুলো অতিক্রম করা কেবল সময়ের ব্যাপার বলে তিনি মনে করছেন।

এবারের রোজার ঈদে এটিএন মিউজিকের ব্যানারে প্রকাশি হয় ইভা রহমানের ১৮তম একক অডিও-ভিডিও অ্যালবাম ‘মনে আল্পনা এঁকেছি’। ইবরার টিপুর সুর-সংগীতায়োজনে এ অ্যালবামটির ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওগুলো নজর কেড়েছে অনেকেরই। ইভা রহমানের আগের ১৭ অ্যালবামের মিউজিক ভিডিওগুলোর বেশিরভাগই চিত্রায়িত হয়েছে দেশের বাইরে। এই অ্যালবামটির ভিডিওগুলো ধারণ করা হয়েছে দেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন লোকেশনে।

গানের মান বিচারেও অন্য যে কোন অ্যালবামের চেয়ে এ অ্যালবামের গানগুলো বেশি মেলোডিয়াস বলে মনে করছেন ইভা রহমান।

eva১৮ তম একক অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশের পর বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন ইভা রহমান। তার এই স্বপ্ন দেখার সব অনুপ্রেরণার উৎসই হলেন স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ইভা রহমান জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এখন পর্যন্ত সর্বাধিক একক ভিডিও অ্যালবাম হিসেবে শীর্ষে রয়েছেন রিকি মার্টিন। তার এ পর্যন্ত মোট ২১টি একক ভিডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। ইভা রহমানের একক ভিডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে মোট ১৮টি। আর মাত্র ৪টি ভিডিও অ্যালবাম বের হলেই রিকি মার্টিনের রেকর্ডটি ভেঙে দিয়ে সেখানে নাম উঠবে বাংলাদেশের এই শিল্পীর। স্বামী ড. মাহফুজুর রহমানের উৎসাহ ও সহযোগিতায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন ইভা রহমান।

অবশ্য কেবল মিউজিক ভিডিও অ্যালবাম দিয়েই বিশ্বরেকর্ড গড়ার মধ্যে নিজেকে সীমিত রাখতে চান না ইভা রহমান। তিনি বাংলাদেশে গানকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলতে অবদান রাখতে চান বলে জানান। এ উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে তার হিন্দি ও উর্দু গানের দুটি একক অ্যালবাম। বর্তমানে তিনি বিভিন্ন ভাষার গান নিয়ে নতুন একটি আর্ন্তজাতিক মানের অডিও-ভিডিও অ্যালবাম বের করার পরিকল্পনা করছেন।

নিজের আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে ইভা রহমান বলেন, বিশ্বরেকর্ড গড়ার চেয়েও মান সম্পন্ন গান গাওয়ার গুরুত্ব আমার কাছে অনেক বেশি। জীবনে কখনো ভাবিনি এতোটা পথ এগিয়ে যাবো। মাহফুজুর রহমানের উৎসাহ আর অনুপ্রেরণা না পেলে আমার শিল্পীসত্ত্বা আড়ালেই চাপা পড়ে থাকতো আজীবন। কাজেই যদি কোনো সফলতা পেয়ে থাকি তার পুরো কৃতিত্বটাই ওরই প্রাপ্য।

ইভা রহমান আরো বলেন, আমার ১৮টি অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশ পাওয়া মানে এই নয় যে, আমি বড় একজন শিল্পী হয়ে গেছি। আমি আসলে এখনো শেখার মধ্যে আছি। সুর আর সঙ্গীতের অথৈ সমুদ্রের খানিকটাও যদি ধারণ করতে পারি
তাহলেই নিজের জীবন সার্থক হয়েছে বলে মনে করবো।

বাংলাদেশ সময় ২১১০, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।