ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতের “রঙ”

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

শীত এসে গেছে। আমাদের দেশে শীতের পোশাকে যেমন বৈচিত্র্য লক্ষ্য করা যায় তেমনি রংয়ের ক্ষেত্রেও অনেক রং পরিলক্ষিত হয়।

ফ্যাশন সচেতনরা রং এবং ডিজাইন নিয়ে অন্য ঋতুতে যেমন ভাবেন শীতের পোশাকের ক্ষেত্রে আগ্রহটা আরও বেড়ে যায়।

শীতের নানা পোশাকের মাঝে নারীরা শাড়ীর সাথে ম্যাচ করে শাল পড়তেই বেশি পছন্দ করে। পুরুষদের ক্ষেত্রে অফিস না হোক ঘরোয়া পরিবেশে কিংবা কোন উপলক্ষে শাল পরতে পছন্দ করেন। বাংলাদেশের প্রতিদিনের আবহাওয়ায় তারতম্য থাকায় দেখা যায় সকালে খুব কুয়াশা বা ঠান্ডা দেখে বের হওয়ায় সময় বাসা থেকে শীতের কাপড় নিয়ে বের হলেও কয়েক ঘন্টা পরেই তা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়।

সবার জন্য তাই, এমন কোন পোশাক প্রয়োজন যা দিয়ে শীত নিবারন এবং ফ্যাশন দুই-ই চলবে। আর সেই কথা চিন্তা করেই ফ্যাশন হাউজ ”রঙ” ফ্যাশন সচেতেন ক্রেতাদের জন্যই শীতের আয়োজনে নিয়ে এসেছে নানা রঙের, নানা ঢঙের শাল।

 এছাড়া রয়েছে কোটি ও পাঞ্জাবি সেট, ফতুয়া, সালোয়ার-কামিজ, কূর্তা, কূর্তী, ফুলস্লিভ শার্ট ও টি-র্শাট । ফতুয়ার সঙ্গে পাওয়া যাচ্ছে খাদি কাপড়ের মোটা ওড়না। মূলত সুতি ও খাদি কাপড় ব্যবহার করা হয়েছে। এই সবাইকে শাল শীত নিবারনে যেমন সহায়তা করবে তেমনি দেবে ফ্যাশন করার আনন্দ।

প্রিয়জনকে পোশাক উপহার দেওয়ার জন্য রঙ এ রয়েছে গিফট্ ভাউচার। রঙ এর যে কোন শোরুম থেকে ৫০০ থেকে ৫০০০ টাকা মূল্যের এই সব ভাউচার ব্যবহার করে পছন্দসই সামগ্রী কেনা যাবে ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।