ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বেকারি বাজার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
বেকারি বাজার

ঢাকা: সেরা স্বাদ ও স্বাস্থ্যকর খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল বেকারি বাজার। সম্প্রতি রাজধানীর ৩২ পুরানা পল্টনে বেকারি বাজারের প্রথম ও প্রধান শাখা উদ্বোধন করা হয়েছে।



বেকারি বাজারের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

বেকারি বাজার নিজস্ব কারখানায় তৈরি প্লেন, ফ্রুট, ওভালটিন কেক, পেস্ট্রি, চিকেন রোল, চিকেন ও বীফ বার্গার, চিকেন পাফ, চিকেন ক্লাব স্যান্ডুইচ, বিফ পিজা, সুকনা মিষ্টি, ভেজিটেবল রোল ছাড়াও হরেক রকমের মিষ্টি ছাড়াও প্রায় ৫০ ধরনের খবার সরবরাহ করছে।

শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে স্পেশাল স্টার ও ফিশ বিস্কিট।

বেকারি বাজারের পরিচালক শাহেন শাহ্‌ বাংলানিউজকে জানান, সাধ্যের মধ্যে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের মাধ্যমে আমরা ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবো বলে আশা করি। শিগগিরই পল্টন এবং শান্তিনগরে বেকারি বাজারের আরও দুটি শাখা যাত্রা শুরু করবে বলেও জানান তিনি।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।