স্বাস্থ্যের চেয়ে সৌন্দর্যচর্চার প্রতি বেশি নজর দেন মেয়েরা। এ বিষয়ে খরচও করেন দেদারসে।
সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনের মেয়েরা চুল সাজাতে, রূপচর্চায় বা নিজেকে একটু তরুণ করে তোলার জন্য যদি বছরে প্রায় সাড়ে পাঁচশ ডলার খরচ করেন, তাহলে চিকিৎসার জন্য খরচ করেন প্রায় সাড়ে তিনশ ডলার। ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস তাদের অনলাইন সংস্করণে ছেপেছে খবরটি।
বেনেনডেন হেলথকেয়ার সোসাইটি একটি জড়িপ চালায় তিন হাজার নারীর ওপর। ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওপর এই জরিপ চালিয়ে সংস্থাটি দেখেছে, প্রায় শতকরা ১৯ ভাগ নারী স্বাস্থ্য ঠিক রাখতে খাবার নিয়ন্ত্রণ করেন। আর চাপা কাপড় পরে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান শতকরা ২০ ভাগ নারী।
সংস্থার একজন মুখপাত্র বলেন, ‘এটা খুবই শঙ্কার বিষয় যে, ব্রিটেনের নারীরা তাদের রূপ-সৌন্দর্যের প্রতি যতটা মনোযোগী ততটা স্বাস্থ্য সচেতন নন। ’
বাংলাদেশ সময় ০০২৫, ফেব্রুয়ারি ০১, ২০১১