ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টিনদের জন্য জেন্টল পার্ক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
টিনদের জন্য জেন্টল পার্ক

কৈশোর মানেই রঙিন। নিজের রং-এ চারদিক রাঙানো।

অনেকের মাঝে বাড়তি নিজস্বতা প্রকাশের জন্যই তাদের মনোজগৎ রং ও স্টাইলিংয়ে বৈচিত্র্য সন্ধানী হয়ে ওঠে।

চলতি স্টাইল স্টেটমেন্টে শুধুই টিনএজারদের জন্য তাই জেন্টল পার্ক ওমেন এনেছে স্টাইলিশ টিন শিরোনামের পাশ্চাত্য কাটের পোশাক।

ফ্যাশন করতে পছন্দ করে, এমন টিনএজাররা টপস, কাফতান, স্টাইলিশ কুর্তাসহ নানান ধরনের বটম বেছে নিতে পারবে অনায়াসেই।

এসব পোশাকে প্রিন্ট, হাতের কাজ, টাইডাইয়ের বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। কাট ছাটে প্রাধান্য পেয়েছে চলতি স্টাইল।

জেন্টল পার্ক পুরুষদের কালেকশনের পাশাপাশি নতুন এই ওমেন লেবেল আপাতত শুধুই বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, খুলনা ও চট্টগ্রামের আউলেটে পাওয়া যাবে।

জেন্টল পার্কের প্রধান নির্বাহী শাহাদৎ চৌধুরী বাবু বাংলানিউজকে জানান, পোশাকগুলো মিলবে পাঁচ হাজার টাকার মধ্যেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।