বিজয়ের মাসে ইনফিনিটি আয়োজন করেছে বিজয়ের পোশাকের বিশেষ কালেকশন। পহেলা ডিসেম্বর থেকে প্রতিটি ইনফিনিটির আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে।
এই শীতে একটু মোটা কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে এবং রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল-সবুজের পাশাপাশি অন্য রং-গুলো এসেছে বিজয় দিবসের মর্যাদার সঙ্গে সমন্বয় রেখে।
দেখা যায়, স্মৃতিসৌধে ফুল দিতে বের হলে নারীরা শাড়ি পরেন। আর বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেলে ফতুয়া বা কামিজেই তারা বেশি স্বচ্ছন্দ। এসব বিষয় মাথায় রেখে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’ বাজারে এনেছে শাড়ি ও ফতুয়া আর ছেলেদের পাঞ্জাবি।
ইনফিনিটির এসব পোশাকের দাম ১২৫০-৫৫৫০/- টাকা পর্যন্ত।
সেই ২০০৯ সাল থেকে নারী, পুরুষ, শিশুসহ সবার কাছে সেরা পোশাকটি পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।