বাদল দিনের প্রথম কদমফুল দেখতে কার না ভালো লাগে। অথবা ঝুম বৃষ্টিতে ইলিশ ভাজা আর খিচুরি খেতে।
ভালো আবহাওয়া দেখে বের হচ্ছেন কিন্তু আপনি তো জানেন না, রাস্তায় বের হতেই শুরু হবে বৃষ্টি। কী আর করা, কাকভেজা হয়ে ঠান্ডা লাগানো। তারপর জ্বর। একটু সচেতন হলে কিন্তু আপনাকে এতটা ঝক্কি পোহাতে হবে না। বেরুনোর সময় খেয়াল করে ছাতাটি সঙ্গে রাখুন। দেখবেন প্রয়োজনে কেমন কাজে দিচ্ছে।
আজকাল অনেক ফ্যাশনেবল ছাতা পাওয়া যায়। সারা দেশেই এসব ছাতা আপনি সাধ্যের মধ্যেই পেতে পারেন। এই ছাতা রাখতে ব্যাগে খুব বেশি জায়গাও নেয় না। রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গাউসিয়া মার্কেট সব জায়গায়ই আপনি সুন্দর ছোট ছাতা পাবেন। এগুলোর মান অনুযায়ী দাম নির্ভর করে। তবে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যেই আপনি পছন্দের ছাতাটি পেয়ে যাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ২১০০, ২৮ এপ্রিল, ২০১১