ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দেশি পোশাকে ঈদ

মিডিয়া সহযোগিতা করলে পরিবর্তন সম্ভব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৫
মিডিয়া সহযোগিতা করলে পরিবর্তন সম্ভব ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিডিয়া সহযোগিতা করলে দেশি পোশাকের চাহিদার ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ফ্যাশন হাউস আড়ং এর চিফ অপারেটিং অফিসার আব্দুর রউফ।

শনিবার (০৬ জুন’২০১৫) বাংলানিউজের আয়োজনে ‘দেশি পোশাকে ঈদ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।



তিনি বলেন, আমাদের বেশিরভাগ মানুষ বাজারে গিয়ে পোশাক কেনার সময়  জানতে চান, এটা কি বিদেশি? অথচ আমাদের বলা উচিত ছিল- এটা কি দেশি?

তিনি আরও বলেন, দেশে ২২/২৩টা টিভি চ্যানেল চলে। এসব চ্যানেল যতক্ষণ দেখা হয়, এর থেকে বেশি দেখা হয় বিশেষ ২/৩টি চ্যানেল। আর সেই চ্যানেলে প্রদর্শিত পোশাকই আমাদের ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট টিমের অফিসিয়াল ডিজাইনার লিংকন বলেন, পোশাক তৈরির প্রয়োজনীয় উপাদান আমদানি করতে শুল্ক দিতে হয়। অথচ বিদেশি পোশাক নিয়ে আসতে অনেক সময় শুল্ক দিতে হচ্ছে না।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে যেকোন পোশাক ক্রেতার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। উদাহরণ স্বরূপ তিনি পাখি ড্রেসের কথা উল্লেখ করে বলেন, মিডিয়ায় বিষয়টি নিয়ে লেখা-লেখি হওয়ার পর এ ড্রেসের বিক্রি বহুগুণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মিডিয়ার মাধ্যমেই দেশীয় পোশাকের বিকাশ ঘটানো সম্ভব।

বাংলানিউজের লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে অংশ নেন,  স্টুডিও এমদাদ এর কর্ণধার এমদাদ হকফ্যাশন হাউস সাদাকালোর আজহারুল হক আজাদ, আড়ংয়ের আব্দুর রউফ, গ্রামীণ পোশাকের শুভাশিষ ভৌমিক, ডব্লিউডব্লিউ বাটিকের ফারনাজ আলম, ডিজাইনার সাইফ সোহেল, ডিজাইনার সেজান লিংকন, অঞ্জন'স-এর ডিজাইনার বকুল, বাংলানিউজের কনসালটেন্ট এডিটর জুয়েল মাজহার, বিজনেস এডিটর নূরনবী সিদ্দিক সুইন, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, সিনিয়র নিউজ রুম এডিটর কালাম আজাদ বেগ।

এছাড়াও রয়েছেন দৈনিক যুগান্তরের জাকারিয়া, বাংলাদেশ প্রতিদিনের রনক ইকরাম।

অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমউইয়েভার।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০৬ জুন, ২০১৫; আপডেটেড- ১৭৪১ ঘণ্টা।
এসআর/এমজেড/এনএস/

** বাংলানিউজে ‘দেশি পোশাকে ঈদ’ শীর্ষক মতবিনিময় সভা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।