আমরা রান্নার বিষয়ে কথা বলি। রেসিপি ফলো করে রান্নার পর সুন্দর করে পরিবেশন করারও চেষ্টা করি।
- বড় হা করে খাওয়া যাবেনা
- আওয়াজ করে খাবেন না
- খাবার চিবানোর সময় অবশ্যই মুখ বন্ধ রাখতে হবে
- মুখে খাবার নিয়ে কথা বলবেন না
- এঁটো খাবার টেবিলে ফেলবেন না
- অল্প পরিমাণে খাবার মুখে দিন
- টুথপিক ব্যবহারের সময় বাঁ হাত দিয়ে মুখ আড়াল করে নিন।
- এক সাথে প্লেটে অনেক খাবার নেবেন না।
- তাড়াহুড়া করে খাবার খাবেন না।
- খাবার টেবিলে সময় নিয়ে গল্প করতে করতে খান।
- কোনো খাবার নিতে দূরে হাত বাড়াবেন না। পাশের জনকে অনুরোধ করুন ডিসটি পাস করতে।
- খাওয়া শেষ হলেও অন্যদের জন্য অপেক্ষা করতে হবে। যদি উঠতেই হয় সবার অনুমতি নেওয়াটা ভদ্রতা।
মনে রাখতে হবে, ছোট ছোট আচরনের মধ্যেও আমাদের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে।