ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রেড ভেলভেট কেক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রেড ভেলভেট কেক

রেড ভেলভেট কেক দেখলেই সবাই খেতে চাই। বড়দিনে আমরা অনেকেই কেক তৈরি করছি।

কেকের রং নিয়ে অনেকেই ভাবছি, কিন্ত ফুড কালার যে স্বাস্থ্যকর নয় তা তো সবাই জানি। ফুড কালার না ব্যবহার করে বড়দিনের আনন্দে যোগ করুন ন্যাচারাল রেড ভেলভেট কাপকেক।
 
রেসিপি: রেড ভেলভেট কাপকেক উপকরণ: ২টি বড় বিট (১ কাপ পেস্ট) ২ টেবিল চামচ লেবুর রস, ১ কাপ তেল, ৩টি ডিম, ১ ১/২ কাপ চিনি, ২ কাপ ময়দা ২ চামচ বেকিং পাউডার ১/২ চা চামচ লবণ ১ ১/২ চা চামচ ভ্যানিলা ২ টেবিল চামচ দুধ বীট পেষ্ট

প্রস্তুত প্রণালী:
বীট ধুয়ে, ছিলে, ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে খুব অল্প পানিতে সেদ্ধ করে নিন।

একটি ফুড প্রসেসর বা শিলপাটায় মিহি করে বেটে নিন। লেবুর রস ও তেল যোগ করে মসৃণ পেস্ট তৈরি করে নিন।

কাপকেক প্রস্তুত প্রণালী: ওভেন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন।

মাফিন ট্রেতে কাপকেক লাইনার দিয়ে রাখুন বা তেল মেখে রাখুন।

ময়দা, বেকিং পাউডার ও লবণ একসাথে মিশিয়ে রাখুন। ডিম এবং চিনি হালকা রং না হওয়া পর্যন্ত ফেটতে থাকুন। বীট পেস্ট, এবং ভ্যানিলা মেশান। এবার ধীরে ধীরে ডিমের মিশ্রণে ময়দার মিশ্রণ যোগ করুন। দুধ মেশান।

প্রস্তুত রাখা কাপকেক ট্রেতে কেকের মিশ্রণ ঢেলে নিন। ওভেনে কাপকেক ২০ মিনিট বেক করুন।

ওভেন থেকে বের করে টুথপিক ঢুকিয়ে দেখে নিন কাপকেক বেক হয়েছে কিনা।

এবার ঠাণ্ডা করে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বড়দিনের রং-এ রেড ভেলভেট কেক।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।